বিনোদন ডেস্কঃ ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা ওলিউল হক রুমি ক্যানসারে আক্রান্ত হয়েছেন। দীর্ঘদিন ধরে কোলন ক্যানসারে ভুগছেন তিনি। ভারতের চেন্নাইয়ে চিকিৎসা করিয়েছেন। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। দুই সপ্তাহের বেশি সময় ধরে এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
ওলিউল হক রুমি ১৯৮৯ সালে থিয়েটার বেইলী রোডের প্রযোজনা ‘এখন কৃতদাস’ নাটকের মধ্য দিয়ে অভিনয় জগতে পা রাখেন। একই বছর বিটিভিতে প্রচারিত ইমদাদুল হক মিলনের ‘কোন কাননের ফুল’ নাটকে অভিনয়ের মাধ্যমে টেলিভিশনে অভিষেক হয় তার। এরপর একের পর এক নাটক করেন। ক্যারিয়ারে তিনি ৫ শতাধিক নাটকে অভিনয় করেছেন।
বরিশালের আঞ্চলিক ভাষার নাটকে তার অসাধারণ কৌতুক অভিনয় দর্শকদের অভিভূত করে। তার বেশ কয়েকটি ধারাবাহিক নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে। ঈদেও তার একাধিক নাটক প্রচার হবে।
Leave a Reply