স্পোর্টস ডেস্ক : বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি নিজেদের পরিধি বাড়িয়ে দিতে অঞ্চলভেদে সম্প্রচার স্বত্ব বিক্রি করছে। তারই ধারায় বাংলাদেশে তাদের সকল টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব পেয়েছে টোটাল স্পোর্টস মার্কেটিং (টিএসএম)। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
টিএসএম খেলা সম্প্রচার করবে নাগরিক টিভির মাধ্যমে, ডিজিটাল প্ল্যাটফর্মে খেলা দেখা যাবে বাংলালিংকে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি আরও জানিয়েছে, ২০২৫ সাল পর্যন্ত টিএসএমের সঙ্গে চুক্তি করেছে তারা।
টিএসএমের সঙ্গে চুক্তি প্রসঙ্গে আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেছেন, ‘বাংলাদেশ অঞ্চলে আইসিসি ক্রিকেট স্বত্ব টিএসএমকে দিতে পেরে আমরা উচ্ছ্বসিত। সেখানে ক্রিকেটপাগল সমর্থক সংখ্যাটা বিশাল। এই বছরের শেষ দিকে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর হবে বাংলাদেশেই। সম্প্রচারকদের সঙ্গে নিয়ে মেয়েদের ক্রিকেটকে এগিয়ে নেওয়া দারুণ সুযোগ এটি।’
টিএসএমের প্রধান নির্বাহী এমডি মইনুল হক চৌধুরী বলেন, ‘আগামী দুই বছরের জন্য সম্প্রচার ও ডিজিটাল স্বত্ব নিশ্চিত করতে পেরে আমরা রোমাঞ্চিত। বাংলাদেশ অঞ্চলে অন্যান্য আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইসিসি টুর্নামেন্টের স্বত্ব কিনতে পারা আমাদের জন্য বিরাট অর্জন। নাগরিক টিভি ও বাংলালিংককে নিয়ে বাংলাদেশের ক্রিকেট পাগল সমর্থকদের জন্য খেলা সম্প্রচার করতে চাই।’
আইসিসির সঙ্গে টিএসএমের এই চুক্তির আওতায় থাকবে আগামী দুই বছরের জন্য সকল আইসিসি টুর্নামেন্ট থাকবে। এগুলোর মধ্যে চলতি বছরে আছে নারী ও পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এছাড়া আগামী বছরের মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ থাকছে স্বত্বের আওতায়।
Leave a Reply