ফেবারিট ছিল পিএসজিই। তবে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে পিএসজি নয়, জিতেছে ডর্টমুন্ড। সিগনাল ইদুনা পার্কে প্রথমার্ধে নিকলাস ফুলক্রুগের গোলে ডর্টমুন্ডের বিপক্ষে পিএসজি হেরেছে ১-০ গোলে।
ম্যাচ হারলেও ব্যবধানটা খুব বেশি নয়, প্রত্যাশিতভাবেই ফাইনালে ওঠার ব্যাপারে এখনো আশাবাদী পিএসজি কোচ লুইস এনরিকে। ফিরতি লেগে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ভালো পারফরম্যান্স করার প্রত্যয় জানালেন পিএসজি কোচ লুইস এনরিকে।
ম্যাচ শেষে সম্প্রচারক ‘ক্যানাল প্লাস’কে এনরিকে বলেছেন, ‘এটাই ফুটবল—বেশির ভাগ সময়ই এটা দারুণ, আর কিছু সময় এমনই। আমরা ভিন্ন পরিস্থিতিতে থাকতে চেয়েছিলাম, কিন্তু ম্যাচে সমানে সমান লড়াই হয়েছে।’
গতকাল রাতে হারলেও বল দখল, আক্রমণ আর ডর্টমুন্ডের রক্ষণে লাগাতার চাপ তৈরি করে ম্যাচের বেশির ভাগ সময় নিয়ন্ত্রণে ছিল এমবাপ্পের দলই। ৫৭ শতাংশ বলের দখল ছিল পিএসজির। ৫১ মিনিটে গোল পেয়েও যেতে পারত তারা। তবে পরপর দুবার বল লাগে পোস্টে। প্রথমে এমবাপ্পের শট লাগে দূরের পোস্টে, ডর্টমুন্ড রক্ষণ বল বিপদমুক্ত করতে না পারার একপর্যায়ে পেয়ে যান আশরাফ হাকিমি। তাঁর শট লাগে আরেক পোস্টে।
পিএসজি কোচের কণ্ঠে সুযোগ মিসের আক্ষেপও শোনা গেছে, ‘কেউ বলেনি সেমিফাইনালে ম্যাচটি সহজ হতে যাচ্ছে। ড্রেসিংরুমে ছেলেরা একটু হতাশ। যেহেতু আমাদের সুযোগ ছিল, কিন্তু আমরা দুবারই পোস্টে মেরেছি। আপনাকে বলতেই হবে, এটা ব্যতিক্রমী একটি স্টেডিয়াম। কিন্তু আমি নিশ্চিত, আমরা প্যারিসে আরও শক্তিশালী থাকব, আমাদের হারানোর কিছু নেই।’
চলতি মৌসুমে এটি পিএসজির মাত্র পঞ্চম হার। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে গত সেপ্টেম্বরে এই ডর্টমুন্ডের বিপক্ষে ঘরের মাঠে ২-০ গোলে জয়ের অভিজ্ঞতা আছে পিএসজির।
পিএসজি অধিনায়ক মারকিনিওসের কণ্ঠেও শোনা গেল ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়, ‘ফলের দিক থেকে যদি চিন্তা করি, এটি ঠিক, আমাদের অনেক সুযোগ ছিল; বিশেষ করে দ্বিতীয়ার্ধে, দারুণ সুযোগ ছিল, ফাইনালে যেতে হলে যে সুযোগগুলো মিস করা যাবে না। ঘরের মাঠে আমরা যেন এই সুযোগগুলো কাজে লাগাই, সেটা নিশ্চিত করতে হবে। আর এখানে খেলা সব সময়ই কঠিন। আমরা এখানে জয়ের জন্যই এসেছিলাম। সেটা করতে পারিনি, কিন্তু ব্যবধানটা মাত্র ১-০।’
ডর্টমুন্ড কোচ এডিন টারজিক মনে করেন, জয়টা তাদের প্রাপ্য ছিল। ম্যাচ শেষে বলেছেন, ‘জয়টা আমাদের প্রাপ্য ছিল। দল ভালো পারফর্ম করেছে। আমরা বেশি গোল করতে পারতাম, তারাও পারত। তাই আমার মনে হয় ফলাফলটা ঠিক আছে।’
সূত্র: প্রথম আলো
Leave a Reply