নেতাকর্মীদের শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে না জড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (অ্যাব) এর উদ্যোগে সমসাময়িক রাজনৈতিক বিষয়ে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
রুহুল কবির রিজভী বলেন, এক ভয়াবহ দানবের পতন হয়েছে শিশু-কিশোরদের আন্দোলনের মধ্য দিয়ে। এ আন্দোলন ধারাবাহিকভাবে চালিয়ে আসছে বিএনপি, ২০ দলীয় জোট ও সমমনা জোটগুলো। ৫ আগস্টের একটি পটভূমির মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে।
শেখ হাসিনার পতনের মাধ্যমে যেই সুবাতাস বইছে, জনগণ স্বস্তির নিঃশ্বাস পাচ্ছে তা যেন অক্ষুণ্ণ থাকে এ জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান তিনি
সংবাদ সম্মেলনে কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, বিএনপিপন্থী কৃষিবিদরা কোনো কৃষি ইনস্টিটিউশন দখল করেনি বরং আওয়ামী লীগের বাহাউদ্দিন নাসিম, ড. আব্দুর রাজ্জাকসহ অস্ত্রধারী আওয়ামী লীগের নেতাকর্মীরা কৃষি ইনস্টিটিউশন বিগত সরকারের সময় দখল করে রাখে। অনেক কৃষিবিদকে অন্যায় ভাবে চাকুরিচ্যুত করা হয়।
কৃষিবিদ রাশিদুল হাসান হারুন বলেন, কৃষি ইনিস্টিটিউট বিএনপি দখল করেনি, দীর্ঘ ১৭ বছর পর এটি স্বৈরাচার মুক্ত হয়েছে। ৫ আগস্টের পর ছাত্র-জনতার আন্দোলনের পর বিজয় অর্জন হলে আওয়ামী লীগের স্বৈরাচারের দোসররা পালিয়ে যায়।
এ সময় কৃষিবিদ শামীমুর রহমানসহ আমাকে নিয়ে কৃষিবিদ ইনস্টিটিউশন দখলকে কেন্দ্র করে চ্যানেল-২৪ এর প্রকাশিত সংবাদ উদ্দেশ্য প্রণোদিত, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/ashuliap/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/ashuliap/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply