বিশ্বকাপ বাছাইয়ে লেবাননের বিপক্ষে গত বছরের নভেম্বরে সবশেষ গোলের দেখা পেয়েছিল বাংলাদেশ ফুটবল দল। বসুন্ধরা কিংস অ্যারেনায় ১-১ ড্র হওয়া সেই ম্যাচে শেখ মোরসালিন গোলদাতা ছিলেন। নয় মাসেরও বেশি সময় পর আবারো জালের দেখা পেল হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। গোলদাতা সেই মোরসালিন।
বৃহস্পতিবার থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে সন্ধ্যায় ভুটানের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি সিরিজের প্রথম ম্যাচে খেলতে নেমেছে বাংলাদেশ। ছয় মিনিটের মাথায় অতিথি দল এগিয়ে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথমার্ধ শেষে বাংলাদেশ ১-০ গোলের লিডে রয়েছে।
ডানপ্রান্ত দিয়ে তৈরি হওয়া আক্রমণে রাকিব হোসেনের ক্রস ডি বক্সে উড়ে আসলে বলে পাঞ্চ করেন ভুটানি গোলরক্ষক তিশেরিং ধেনদুপ। তার সামনে দাঁড়িয়ে থাকা মোরসালিনের পায়ে বল লাগে। সুযোগ বুঝে মাটিতে পড়ে থাকা গোলরক্ষককে কাটিয়ে এই ফরোয়ার্ড ডান পায়ের টোকায় ফাঁকা জালে বল জড়িয়ে দেন।
ম্যাচের দুইদিন আগে শেখ মোরসালিন বলেছিলেন, ‘আমাদের ম্যাচ দুটিতে জয় খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং গোল আমি করি, মিডফিল্ডার করুক, উইঙ্গার বা ডিফেন্ডার যেই করুক, আমাদের আসলে গোল দরকার। আমাদের মূল লক্ষ্য যেহেতু ম্যাচ জেতা, সেখানে চাপ থাকবে। তবে চাপ না নিয়ে ভালোমত কিছু করতে পারব।’
ভুটানের বিপক্ষে বাংলাদেশের সাফল্যের গল্পই বেশি। ১১ ম্যাচের পরিসংখ্যানে বাংলাদেশের জয় ৯টি, ড্র দুটি এবং হার একটি। অবশ্য ২০১৬ সালে এশিয়ান কাপ বাছাইয়ে ভুটানের বিপক্ষে পাওয়া সেই একমাত্র হার চরম দুঃসময়ের মুখে ঠেলে দিয়েছিল বাংলাদেশকে। আন্তর্জাতিক ম্যাচ খেলা থেকে দেড় বছর দূরে ছিল দল। ওই ম্যাচটিও হয়েছিল ভুটানের মাঠে। এবারও খেলা সেখানেই।
Leave a Reply