বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে নেই ব্রাজিল। তার ওপর দুশ্চিন্তা হয়ে কাঁধে ভর করেছে ইনজুরি সমস্যা। একের পর এক ইনজুরিতে বিপর্যস্ত হয়ে পড়ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ডরিভাল জুনিয়র দল ঘোষণার পর ইনজুরিতে পড়েন ফরোয়ার্ড পেদ্রো। তিনি ফুটবলারদের আতঙ্ক অ্যান্টারিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোটে পড়েছেন।
এবার নতুন করে সেই তালিকায় নাম লেখালেন তারকা ডিফেন্ডার এদার মিলিতাও। এর আগে পেদ্রোর পরিবর্তে স্কোয়াডে লুইস হেনরিককে অন্তর্ভূক্ত করেছেন ডরিভাল।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শনিবার সকালে মুখোমুখি হবে ব্রাজিল ও ইকুয়েডর। এই ম্যাচের আগে নতুন করে দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন মিলিতাও। এরই মধ্যে তার বদলে স্কোয়াডে নেয়া হয়েছে মার্কুনিয়োসকে। রিয়াল মাদ্রিদের তারকা ডিফেন্ডারকে হারানোয় সমস্যায় পড়তে হতে পারে সেলেসাও কোচকে।
দায়িত্ব নেয়ার পর থেকে ডরিভাল ব্রাজিলের শুরুর একাদশে সেন্ট্রাল ডিফেন্সে মিলিতাও ও গ্যাব্রিয়েল মাগালায়েসকে খেলিয়ে আসছেন। যদিও রক্ষণের এ দুটি সেই জায়গায় বিকল্প হিসেবে ব্রাজিল কোচের সামনে রয়েছেন দুই পিএসজি তারকা মার্কুনিয়োস ও বেরালদো। ব্রাজিলের অনুশীলনে গত বুধবার পায়ে ব্যথা অনুভব করেন মিলিতাও।
পরদিন ২৬ বছর বয়সী এই সেন্টার-ব্যাকের ডান ঊরুর পেশিতে চোট ধরা পড়ার কথা জানায় ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। তবে তার সেরে উঠতে ঠিক কতদিন সময় লাগবে সেটি জানানো হয়নি।
মিলিটাওয়ের চোট রিয়াল মাদ্রিদের জন্যও শঙ্কার কারণ। গত মৌসুমেও এসিএল চোটের কারণে স্প্যানিশ চ্যাম্পিয়নদের হয়ে তিনি বেশিরভাগ ম্যাচেই খেলতে পারেননি। এই মৌসুমে এখন পর্যন্ত দলের প্রথম পাঁচ ম্যাচেই খেলেছেন তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ১০ থেকে ১৫ দিন মাঠের বাইরে থাকতে হবে মিলিতাওকে।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/ashuliap/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/ashuliap/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply