তাং ২১/০৯/২০২৪ ইং।
আশুলিয়া (ঢাকা) : কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের টঙ্গীর চাঞ্চল্যকর ও বহুল আলোচিত হোসেন (১৪) হত্যাকান্ডের মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আমির হোসেন (৩০)’কে আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৪ সিপিসি-২, নবীনগর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর জালিস মাহমুদ খান। এরআগে, শুক্রবার রাতে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে র্যাব-৪ ও র্যাব-১০ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আমির হোসেন চাঁদপুরের মতলব উত্তর থানাধীন দক্ষিণ মান্দারতলী এলাকার তাজুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, গাজীপুরের টঙ্গী থানার চাঞ্চল্যকর ও বহুল আলোচিত হোসেন হত্যা মামলায় কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী (বন্দি নম্বর ১০১৯) মোঃ আমির হোসেন ঢাকার আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এবং র্যাব-১০ এর যৌথভাবে শুক্রবার রাতে অভিযান চালায়। অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব আরো জানায়, গ্রেফতারকৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, আমির হোসেন অপহরণ ও হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত একজন আসামী। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৬ আগস্ট ২০২৪ তারিখ জেল থেকে পলায়ন করে দেশের বিভিন্ন স্থানে নিজেকে আত্মগোপন করে রেখেছিল ।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/ashuliap/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/ashuliap/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply