রাজু রাজ, স্টাফ রিপোর্টারঃ ঢাকার সাভারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
আজ সোমবার (২৫ নভেম্বর) তিতাসের সাভার জোনাল অফিসের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে পৌরসভার দক্ষিণ রাজাশনের পলাশ মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করে তিতাস কর্তৃপক্ষ।
এসময় ৩টি পয়েন্টে ২ কিলোমিটার এলাকা জুড়ে ৩ শতাধিক বাসাবাড়ির গ্যাস সংযোগ বিছিন্ন ও এটি অবৈধ মশার কয়েল কারখানায় অবৈধ গ্যাস সংযোগ নেওয়ায় কারখানাটিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায় উচ্চ চাপ বিশিষ্ট গ্যাস সংযোগ থেকে অত্যন্ত ঝুকিপূর্ণ ভাবে অসংখ্য বাসা-বাড়িতে দুই ইঞ্চি, এমএস পাইপ দিয়ে এ সংযোগগুলো নেওয়া হয়। যা খুবই ঝুকিপূর্ণ। এমন অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে আশুলিয়া জোনাল বিপনন অফিসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান রুবেল, উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান , পুলিশ সদস্য সহ তিতাসের কারিগরী টিমের সদস্যগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply