ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভারতীয় উগ্রবাদীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস।
মঙ্গলবার বিকেল চারটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী। এছাড়া কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা আব্দুল জলিল, ড. মোস্তাফিজুর রহমান ফয়সালসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্রবাদীদের হামলা জন্য ভারত সরকারকে বাংলাদেশ সরকারের কাছে ক্ষমা প্রার্থনা করতে।
Leave a Reply