সোহাগ চৌধুরী, নিজস্ব প্রতিনিধিঃ সাভারে একটি ওয়াশ কারখানা ও বিভিন্ন বাসা বাড়িতে অভিযান পরিচালনা করে তিন শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ী ও নতুনপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মিল্টন রায়।
অভিযানে তিন শতাধিক বাসা বাড়িতে দেয়া অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়। এ সময় খুলে নেওয়া হয় অবৈধ রাইজার ও চুলা। এছাড়াও প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে অবৈধ সংযোগে ব্যবহৃত নিম্নমানের কয়েক’শ মিটার পাইপ জব্দ করা হয়।
অভিযানে অবৈধ সংযোগ ব্যবহার করার দায়ে ফাইজা ওয়াশিং কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছেন জ্বালানি মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়।
অবৈধ এসব সংযোগের কারণে ওই এলাকায় দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হয়ে আসছিল বৈধ গ্রাহকরা। রাষ্ট্রীয় সম্পদ চুরি করে ব্যবহারকারীদের বিরুদ্ধে জোরালো ব্যবস্থা গ্রহণের দাবি জানান স্থানীয়রা ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় বলেন, গ্যাস আমাদের রাষ্ট্রীয় সম্পদ। এটা রক্ষণাবেক্ষণ সকলের দায়িত্ব। অবৈধ গ্যাস সংযোগ বিছিন্নকরনে তিতাস নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়া ভবিষ্যতেও যারা অবৈধ গ্যাস ব্যবহার করছে তাদের বিরুদ্ধে জেল-জরিমানাসহ নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
অভিযানে এ সময় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌলশী আবু সালেহ মোহাম্মদ খাদেমুদ্দিন, উপ ব্যবস্থাপনক আব্দুল মান্নান, আনিসুজ্জামানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/ashuliap/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/ashuliap/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply